খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের কৃষক আব্দুল মজিদ (৪৮) বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গীয় কৃষক আশরাফুল ইসলাম (৩৫)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রামে মাঠে মোষ চরানোর সময় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ ধানখোলা গ্রামের মাঠপাড়ার মৃত রবগুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের পাশর্^বর্তী ছোট বিল নামক মাঠে মোষ চরাচ্ছিলেন আব্দুল মজিদ ও আশরাফ। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয়। পরিবারের লোকজন খবর পেয়ে আব্দুল মজিদের লাশ উদ্ধার করেন। আহত আশরাফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।