Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: মামুনুর রশীদ, (ত্রিশাল ) ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি ত্রিশাল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সকালে ১ম পর্বে সম্মেলনে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক বিআর ডিপির চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আরিফ রব্বানীর পরিচালনায় ও আহবায়ক হাছেন আলী মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক আহাম্মেদ সাইফুল্লাহ,সাধারন সম্পাদক হাবিবুর রহমান। দ্বিতীয় পর্ব ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হাছেন আলী ও সাধারন সম্পাদক গোলাম কিবরিয়ার প্যানেলকে ঘোষনা দিলে অপর প্যানেলের সভাপতি মসিহুর রহমান ও সাধারন সম্পাদক নুরুল ইসলামের সমর্থকরা সম্মেলন স্থল ত্যাগ করে চলে আসে। পরে মসিউরের প্যানেলের সমর্থকরা অবৈধ ঘোষিত সম্মেলন বয়কট করে উপজেলা পরিষদ রোডে প্রতিবাদ সভায় মসিউর রহমান বলেন আমরা দাবী করে ছিলাম ময়মন সিংহজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির আহ্বায়ক আহাম্মেদ ছাইফুল্লা ও যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কাছে বলেন শিক্ষকরা যেন দুই ভাগ না হয় তিনি যেন নির্বাচন কমিটি গঠন করে ভুটিংয়ের মাধ্যমে একটি সুষ্ঠ সুন্দর নির্বচন উপহার দেওয়ার জন্য কিন্তু তিনি তা না করে তরিঘরি করে ঘোষনা দিয়ে পালিয়ে যান ।