খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: চট্টগ্রাম : গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকালে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
কক্সবাজার জেলার রামু থানাধীন পানিরছড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আহমেদ হোসেনকে আটক করে র্যাব-৭ এর একটি দল।এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ০৩ টি ওয়ান শুটার গান এবং ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।আটক আহমেদ হোসেন কক্সবাজার জেলার রামু থানার থলিয়া কলা গ্রামের মৃত মোস্তফার পুত্র ।
সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানায় অস্ত্র সহ আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।