Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road-accident-bdখোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বুধবার সকালে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। পথে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায় ট্রাকটি।
ওসি বলেন, ট্রাকটি সিমেন্টের বস্তার ওপর কয়েকজন যাত্রী নিয়ে চলছিল। সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চারজন যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো পাঁচজন। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।