Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬:  তৃতীয় দিনে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা থানায় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রমনা থানায় কার্ড বিতরণ করছে নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত অপারেটররা।
স্মার্ট কার্ড বিতরণের জন্য ডিএনসিসির উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ডিএসসিসি’র সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ক্যাম্প করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন বুধবার (৫অক্টোবর) উত্তরার ক্যাম্পে বাদশার টেক, দলিপাড়া, আহালিয়ার ভোটারদের কার্ড দেওয়া হচ্ছে।
আর রমনার ক্যাম্পে, বেইলী স্কোয়ার ও বেইলী রোড এবং মগবাজার ইস্পাহানি কলোনির ভোটারদের কার্ড বিতরণ হচ্ছে।
ইসির টেকনিক্যাল এক্সপার্ট মো. রকিবুজ্জামান নিয়ন বলেন, প্রথম দুই দিনের চেয়ে তৃতীয় লোক সমাগম বেশি মনে হচ্ছে। দিন শেষে বোঝা যাবে, কেমন বিতরণ হলো।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে কুড়িগ্রামের ফুলবাড়িতেও স্মার্টকার্ড বিতরণ করছে নির্বাচন কমিশন।