খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান প্লোন্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ৫ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টায় চা শ্রমিকরা কাজে যাবার পথে কারখানা সংলগ্ন প্লান্টেশন এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে।
আলীনগর চা বাগান ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটায় চা শ্রমিকরা কাজে যাবার পথে আলীনগর চা বাগান কারখানা ও নাচঘরের মধ্যবর্তী স্থানের চা গাছের গুড়ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। সরেজমিন গিয়ে দেখা যায়, লাশের গলায়সহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে গভীর রাতে কোন একটি চক্র তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ফেলে গেছে। নিহত ব্যক্তির নাম বাদশাহ মিয়া (৫৫)। সে শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা গ্রামের জমির মিয়ার ছেলে। পরিবারে তার স্ত্রী ছাড়াও একটি পালক কন্যা রয়েছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম চা বাগান প্লান্টেশন এলাকায় বাদশাহ মিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।