খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: মৌলভীবাজারের হবিগঞ্জ বিরতী বাসের চাপায় নান্টু চন্দ্র শীল (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনতা বাসটি আটক করেছে।
বুধবার (৫ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার শেরপুর সড়কের কনকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নান্টু চন্দ্র শীল মনুরমোখ ইউনিয়নের আখাইকুড়া এলাকার শুশীল চন্দ্র শীল এর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, নান্টু কনকপুর এলাকার একটি সিএনজি পেট্রল পাম্পারে সম্মুখে দাড়ানো অবস্থায় মৌলভীবাজার থেকে শেরপুর গ্রামী একটি হবিগঞ্জ বিরতিহীন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কবর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।