Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kখোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে নেতৃস্থানীয় ব্যক্তি বর্গের দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ.টি এম জিয়াউল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেরপুর।

আরও বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম বাদশা উপজেলা চেয়ারম্যান, বিশেষ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আমিরুজ্জামান লেবু, জাসদ সভাপতি, সম্পাদক মিজানুর রহমান, একে এম সামেদুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নান, মাওলানা মোহাম্মদ আলী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আবুল খায়ের তথ্য অফিসার শেরপুর, জালাল উদ্দিন তথ্য অফিস শেরপুর, সাংবাদিক এম, খলিলুর রহমান, রাজু আহম্মেদ মহির প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্য বিবাহ বিষয়ে সর্তক করে দেয়া প্রধান মন্ত্রীর ঘোষনা, বাল্য বিবাহতে যারা জড়িত থাকবে তারা ধরা পররে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তিনি মাদক ও জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করেন। উপেজলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, বাল্য বিবাহ, ইপটিজিং ও বিভিন্ন চ্যানেলে প্রদর্শিত হচ্ছে অসামাজিক দৃশ্য, এসকল বিষয়ে নিরসন করার জন্য সকলের প্রতি উদার আহবান জানান।