খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬:জাতীয়করণের লক্ষ্যে তৃতীয় ধাপের অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত শেরপুর জেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর বাছাইকৃত ফাইল দ্রুত প্রেরণের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে আজ ৫ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বৈষ্ণবনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাজু আহমেদ, মো. মকবুল হোসেন, মাহবুব আলম, আ. করিম প্রমুখ।
পরে শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের দাবী আদায়ের জন্য শেরপুরে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের কাছে স্মারকলিপি প্রদান করেন।