খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: মানুষ-হাতি সংঘাত নিরসনকল্পে বাংলাদেশ বনবিভাগ ও আইইউসিএন বাংলাদেশের উদ্যোগে এলিফ্যান্ট রেসপন্স টিম হস্তান্তর অনুষ্ঠান নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন বন সংরক্ষক অবনি ভূষন ঠাকুর, বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিব মো. ইরফানুল্লাহ, উপজেলা চেয়ারম্যান এ. কে. এম. মুখলেছুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন প্রমুখ।
পরে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষ-হাতি সংঘাতের ডেমি প্রদর্শন করা হয়। এতে ২৩টি এলিফ্যান্ট রেসপন্স টিমের ২৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।