খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামে অভিযান চালিয়ে সোমবার রাতে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়ী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ উত্তর মঙ্গলকান্দি গ্রামের লকুর বাড়ীর স্থানীয় যুবলীগ নেতা ছেরাজুল হক প্রকাশ গুরা মিয়া সবুজের ঘরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুরা মিয়া সবুজ দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তার ঘর তল্লাশী করে শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি রামদা উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই নাছির উদ্দিন মজুমদার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় যুবলীগ নেতা গুরু মিয়া সবুজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।