খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: রামপাল নিয়ে আন্দোলনকারীরা বিজ্ঞান নির্ভর নয়, জ্যোতিষ নির্ভর এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ হচ্ছে বিজ্ঞান সম্মতভাবে।
বুধবার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘বিশ্ব শিক্ষক দিবস’র আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, আন্দোলকারীরা বিজ্ঞানের ব্যাখ্যা এড়িয়ে যান। সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে শেখ হাসিনা সরকারের হাত ধরেই।