Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: ময়নুল হক, নীলফামারী : ইজিবাইক, অটোরিক্সা, আটোভ্যান, ভটভটি, বন্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। আজ দুপুর থেকে সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর ও সৈয়দপুর-নীলফামারী সড়ক মহাসড়ক অবরোধ করে রেখেছে মটর মালিক ও নীলফামারী জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ।
এই অবরোধ চলা কালীন সময় পরিবহন শ্রমিকদের সাথে ইজিবাইক, আটোরিক্স, আটোভ্যান চালকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মটর মালিক ও আটোরিক্স শ্রমিক ইউনিয়নের মধ্যে চুক্তি মোতাবেক মহাসড়কে আটোরিক্সা চলাচল বন্ধ থাকার কথা থাকলেও আটোরিক্সা শ্রমিকরা এই চুক্তি না মেনে মহাসড়কে আটোরিক্সা চলাচল অব্যাহত রাখে । ফলে আজ সকালে উভয় গ্রুফের মধ্যে সংর্ঘষ বাধে। এসময় তিনটি বাস ও কয়েটি আটোরিক্সা, ভ্যান, ভাংচুর করা হয়। এসময় উভয় পক্ষের ১০ জনের মত আহত হয়।