খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: ‘নদী বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাচাঁও’ দাবীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) এর রোডমার্চ বুধবার বিকাল ৫টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মিলিত হয়। এরপর র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।‘আন্ত:নদী সংযোগ প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভুমি করার চক্রান্ত রুখে দাড়ান,ভারত কর্তৃক অভিন্ন নদীর পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সোচ্চার হোন।’ এই শ্লোগানে গত ২ অক্টোবর ঢাকা প্রেসক্লাব থেকে এ রোডমার্চ শুরু হয়ে ৪দিন পর কুড়িগ্রামে এসে শেষ হয়। বিকাল সাড়ে ৫টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। এসময় কুড়িগ্রাম জেলা বাসদের সমন্বয়ক মহির উদ্দিন মহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ওবায়দুল্লাহ মুসা, ফকরুদ্দিন আতিক এবং আঞ্চলিক নেতাদের মধ্যে আহসানুল হাবীব সাঈদ, মঞ্জুর আলম মিঠু, আনোয়ার হোসেন বাবলু, আলাল মিয়া,আজিজুর রহমান, রেজাউল ইসলাম, শামসুল আলম, মাসুদ রানা প্রমুখ।