Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: রাজধানীর উপকণ্ঠ সাভারের কাউন্দিয়া সিংগাশ্বর গ্রামে তুরাগ নদের কিনারে মামুন মিয়ার প্লট থেকে এক যুবলীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবলীগ নেতার নাম আল আরাফাত সজল (২২)। তিনি বিরুলিয়ার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। তাঁর বাবা কৃষক উম্মত মিয়া।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, ৩ অক্টোবর সোমবার রাতে মুঠোফোনে বাড়ি থেকে সজলকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী দুর্র্ধষ সন্ত্রাসী শাহাজ উদ্দিনের ছেলে রকি। পরে রকি, আলতাফসহ কয়েকজন সজলকে হাত-পা ও মুখ বেঁধে গুলি করে এবং রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর লাশ তুরাগ নদে ভাসিয়ে দেয়।
এদিকে, যুবলীগ সদস্য সজলকে না পেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবারের সদস্যরা। তিন দিন পর আজ সকালে সাভারের কাউন্দিয়ার সিংগাশ্বর তুরাগ নদের মামুন মিয়ার প্লটে সজলের লাশ দেখতে পান নদীতে মাছ শিকাররত জেলেরা।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজলের গুলিবিদ্ধ হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সকালে এলাকাবাসী সন্দেহভাজন হত্যাকারী রকিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে যুবলীগের ওই সদস্যকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তারিকুল বলেন, এরই মধ্যে হত্যাকারী রকিকে আটক করা হয়েছে। সন্দেহভাজন অন্যদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।