Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মেহেরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা), বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে আমদহ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু বকর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও কাজী রুহুল আমিন এবং সাধারণ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছন।

মেহেরপুর পৌরসভার নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম জানান, পৌরসভায় মোটর ভোটর সংখ্যা ৩১ হাজার ২৪১ এবং আমদহ ইউনিয়নে ২১ হাজার ৪৫৬ জন ভোটার রয়েছেন। আগামি ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।