খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) নির্বাচনী আসনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদকে প্রার্থী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মীরা।
জাপার হাতীবান্ধা উপজেলা কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ঈদ পুর্নমিলনী ও মত বিনিময় আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা এ মন্তব্য করেন। তারা বলেন, লালমনিরহাটের মাটি এরশাদের ঘাটি, তাই এ এলাকায় প্রার্থী হলে তিনি সহজে জয়লাভ করতে পারবেন বলে এসব নেতাকর্মীরা তাদের নিজ নিজ বক্তব্যে মতামত তুলে ধরেন।
দলের উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, জাপার কেন্দ্রীয় নির্বাহ কমিটির সদস্য ও উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব এমজি মোস্তফা। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য সচিব মিজানুর রহমান মিলন, সাবেক বিআরডিপি চেয়ারম্যান বজলার রহমান, প্রভাষক এনামুল হক, উপজেলা ছাত্র সমাজের সম্পাদক আনোয়ার হোসেন, জাপার গড্ডিমারী ইউনিয়ন সম্পাদক আমিনুর রহমান, ভেলাগুড়ির সম্পাদক এমদাদুল হক, বড়খাতার সম্পাদক আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।