Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে ৬ স্তরে নিরাপত্তা দেবে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ এবং ইংল্যান্ড দলের খেলোয়াড়দের ভিআইপি মর্যাদায় নিরাপত্তা দেয়া হবে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা খেলার সময় সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব ছয়টি স্তরে ভাগ করেছি। নিরাপত্তার দায়িত্বে থাকবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, কুইক রেসপন্স টিম, স্ট্রাইকিং রিজার্ভ, ডিবি, র‌্যাব, ফায়ার সার্ভিস, সাদা পোশাকে পুলিশ ফোর্স এবং সিআইডি ফরেনসিক টিম।তবে সোয়াট টিমকে মাঠে মোতায়েন করা হবে না জানিয়ে সিএমপি কমিশনার বলেন, সোয়াট টিম দামপাড়া পুলিশ লাইনে স্ট্যান্ডবাই থাকবে। তাদের যখন প্রয়োজন হবে তখন মাঠে নেয়া হবে।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ১৬টি প্রবেশপথের মধ্যে ৮টি দর্শকদের প্রবেশের জন্য খুলে দেয়া হবে বলে জানান সিএমপি কমিশনার। তবে এতে চাপ সামলানো সম্ভব না হলে প্রথম ধাপে চারটি এবং পরবর্তী ধাপে আরও চারটিসহ ১৬টি প্রবেশ পথই খুলে দেয়ার কথা জানান তিনি।নিরাপত্তার স্বার্থে মোবাইল ছাড়া অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসও নেয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।
১২ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর ওয়ানডে খেলোয়াড়রা চট্টগ্রামে ছেড়ে যাবে ১৩ অক্টোবর। ওইদিন টেস্ট খেলোয়াড়রা চট্টগ্রামে পৌঁছবেন আর চট্টগ্রামে ছেড়ে যাবে ২৫ অক্টোবর।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসানসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগনসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।