খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবনের উত্তর ও দক্ষিণ গেট থেকে দুটি ককটেল সর্দৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ এরশাদ আলীর নেতৃত্বে উত্তর গেটের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও দক্ষিণ গেটের নিরাপত্তা শাখার সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐদিন সকালে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে প্রবেশকালে লাল সদৃশ বস্তু দুটি দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক)এরশাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে উত্তর গেটের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও দক্ষিণ গেটের নিরাপত্তা শাখার সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করে। লাল টেপ দিয়ে মোড়ানো মাঝারি আকারের বস্তু দুটি ককটেল সদৃশ হলেও এতে কোন বিস্ফোরক দ্রব্য ছিলনা। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ এরশাদ আলী বলেন, এগুলো ককটেল নয়। ককটেল সাদৃশ্য কিছু। আতঙ্ক ছড়াতে এগুলো রাখা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ এবং ভবনের দুই গেটে সিসি ক্যামেরা লাগানো থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে গোয়েন্দা ও একটি সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ে আবারও অস্তিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নতুন করে আন্দোলনের প্রেক্ষাপট তৈরির জন্য একটি মহল চক্রান্ত করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শাহীনুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার হওয়া বস্তুগুলো ককটেল নয়। তবে যে বা যারাই এ কাজ করুক না কেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।