খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বর্তমান সরকার গৃহীত ২০১০ সালের শিক্ষানীতি চালু হলে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন হবে উল্লেখ করে বলেছেন, মনে রাখবেন আপনারা ২০১৬ সালের শিক্ষক। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। শিক্ষারমান উন্নয়নে শিক্ষকদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষারমান উন্নয়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবী জানান।
গত বুধবার (৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয়ে মাঠে বিশ্ব শিক্ষক দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত শিক্ষক র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবোর্ডের প্রফেসর আহমেদ হোসেন এ কথা বলেন। শিক্ষাবোর্ডে কোন শিক্ষক লাঞ্চিত হলে তাৎক্ষণিক সেই কর্মচারীকে ক্ষমা করা হবে মর্মে হুশিয়ারী দেন। দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাইফুদ্দিন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক বিদস-২০১৬ উদযাপন কমিটির সদস্য সচিব ও শহীদ জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ, সরকারী কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক ও ইসলামের ইতিহাস বিভাগের প্রধান মো. আব্দুল মান্নান, বেসরকারী কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. বদিউজ্জামান বাদল, মাদরাসা শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ফুলবন ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মো. আব্দুর রাজ্জাক, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. সাইফুদ্দিন আহমেদ, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে দিনাজপুর নুরজাহান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আ স ম আব্দুল মুঈদ, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. সমসের আলী, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম, চাঁদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।