Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: রাজধানীতে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত ৩২১টি ভবন অপসারণে আরও সাত মাস সময় দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এসব ভবনকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
“ভবন মালিকদের আগামী ডিসেম্বরের মধ্যে নিজেদের স্থাপনা অপসারণ করতে অনুরোধ জানানো হয়েছে।”
এর আগে গত ২৭ এপ্রিল রাজউক ও সিটি করপোরেশনকে দেওয়া এক আদেশে এই ৩২১টি ভবন অপসারণে এক মাস সময় দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি।
ওই সময়ে মধ্েয কেন ভবন অপসারণ হয়নি- সে বিষয়ে কোনো তথ্য না দিয়ে সচিব বলেন, “সব ধরনের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিলে ওইসব ভবনে এমনিতেই কেউ থাকতে চাইবে না।”
তিনি জানান, ঢাকায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলোর মধ্যে সরকারি ভবনও রয়েছে। আর খুলনায় ৪০টি, সিলেটে ৩১টি, চট্টগ্রামে ২৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ২০১৪ সালের ১৫ জুন জাতীয় সংসদে এই ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কথা জানান। অবশ্য গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক হাজার।
ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করে তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিতেও এর আগে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিল সরকার।