খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: পোস্টাল অপারেশন কাউন্সিল’ এর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সম্প্রতি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (টচট) এর পোস্টাল অপারেশন কাউন্সিল-এ (চঙঈ) সদস্য পদ লাভ করেছে।
এক্ষেত্রে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া, চায়না, জাপান, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইলান্ড, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, ইন্ডিয়া, শ্রীলংকা ও লেবাননের সঙ্গে।
এই সদস্যপদ ছিল মাত্র ৪টি। ১৯২ টি দেশের ভোটে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।
এই অর্জনের পর নিজের ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ- হারি জিতি, বাঙালি লড়বেই। মাননীয় প্রধানমন্ত্রী’র অনুপ্রেরণায় আমরা চেষ্টার ত্রুটি করিনি, করছি না। হার-জিৎ আল্লাহ’র হাতে। দোয়া করুন যেন বাংলাদেশ সদস্য পদ লাভ করতে পারে। দুরূহ। খুবই দুরূহ। কিন্তু সকলের দোয়া, আল্লাহ’র রহমত আর আর আমাদের চেষ্টায়; অসম্ভব নয় নিশ্চয়ই!’