খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: সারাদেশে ১৬৯টি জঙ্গি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় সংসদে বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফের ৭৭৯ নম্বর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদকে একথা জানান। বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।
তিনি বলেন, এসব জঙ্গি মামলার মধ্যে ঢাকা বিভাগে (ময়মনসিংহ সহ) ৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩৬টি, রাজশাহী বিভাগে ২৭টি, খুলনা বিভাগে ১২টি, বরিশাল বিভাগে ০৭টি, সিলেট বিভাগে ০৮টি এবং রংপুর বিভাগে ১৯টি মামলা রয়েছে। জঙ্গি সংশ্লিষ্ট এসব মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে সংশ্লিষ্ট সরকারি কৌশলীগণকে সাক্ষী উপস্থিত করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, জঙ্গি সংশ্লিষ্ট মামলাগুলো যে সকল আদালতে বিচারাধীন রয়েছে, সে সকল আদালতসমূহে যেন সার্বক্ষণিকভাবে বিচারক নিযুক্ত থাকেন। বিচারক শূন্যতার কারণে এ সকল মামলার বিচার কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়। সে বিষয়ে আইন ও বিচার বিভাগ সজাগ দৃষ্টি রাখছে। জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে অভিযুক্ত জঙ্গিদের দ্রুত বিচার নিশ্চিতকল্পে সরকার সদা সচেষ্ট ও যত্মবান রয়েছে। ভবিষ্যতেও থাকবে।
সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর তারকাচিহ্নিত ৭৫৬ নম্বর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার ত্বরান্বিত করতে ৭ বিভাগীয় শহরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের চেয়ে জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারে বিশেষ ভূমিকা পালন করতে পারবে।