Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি ভেবে ভুল করে চালানো বিমান হামলায় সরকারপন্থি অন্ততপক্ষে ২০ আদিবাসী সুন্নি যোদ্ধা নিহত হয়েছেন।

বিবিসি বলছে, আইএস নিয়ন্ত্রিত মসুল শহর থেকে ৩৭ মাইল দক্ষিণে কায়ারা শহরে আদিবাসী যোদ্ধারা একটি আক্রমণ প্রতিহত করার পর বুধবার এই বিমান হামলার শিকার হন।
তবে ইরাকি বিমান বাহিনী নাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। কারণ
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ২০১৪ সালের জুন থেকে আইএসের অধীনে রয়েছে।
কিন্তু সরকারপন্থি বাহিনী সপ্তাখানেক সময়ের মধ্যেই ওই শহর পুনরুদ্ধারের লক্ষ্যে বড় ধরনের অভিযান পরিচালনার পরিকল্পনা করছে।
অগাস্টে কায়ারা আইএসের দখল থেকে মুক্ত করা হয়। এটি মসুল উদ্ধার অভিযানে অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরাকের কৃষিমন্ত্রী ফালাহ হাসান জায়দান এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিভিন্ন সূত্র থেকে অনুমান করা হচ্ছে, এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটই দায়ী।
ইরাকি বাহিনীর স্থল অভিযান চলাকালে বিমান হামলা চালিয়ে এই জোট সহায়তা দিয়ে আসছে।
অবশ্য জোট বাহিনীর মুখপাত্র নিশ্চিত করতে পারেননি, হামলার সময় কোনো বিমান ওই অঞ্চল দিয়ে উড়ে গেছে কিনা।