খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: মুন্সিগঞ্জ : মা ইলিশ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (শিক্ষা-আইসিটি) মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ,জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ মোঃ অলিউর রহমান, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরুসহ আরো অনেকে। সভায় ইলিশ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছের প্রজনন ও বংশ বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্ভর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ পরিবহন,মজুদ,বাজারজাত করণ অথবা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক আলোচন হয়।