খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: সিরীয়-তুরস্ক সীমান্তে বৃহস্পতিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ সিরীয় বিদ্রোহী নিহত হয়েছে।
ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের মধ্যবর্তী স্থানে আতমি ক্রসিংয়ে বোমার বিস্ফোরণ ঘটে। তবে এর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা আরো জানায়, এতে প্রায় ২০ জন আহত হয়েছে।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাতুলিয়া আতমিতে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে ‘গার্ড পরির্তনের’ সময় এ বিস্ফোরণ ঘটে। আইএস সংশ্লিষ্ট আমাক বার্তা সংস্থা জানায়, এটি ছিল একটি গাড়ি বোমার বিস্ফোরণ। তবে তারা এ হামলা চালানোর আনুষ্ঠানিক দাবি করেনি।
উল্লেখ্য, ইসলামিক স্টেট সেখানে মধ্য আগস্টে চালানো আত্নঘাতী হামলার দায়িত্ব স্বীকার করেছিল। ওই হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়।