খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ৫.৫২ শতাংশ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে গ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পাশের হার ৫ দশমিক ৫২ শতাংশ। ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ।
ফলপ্রকাশের দেরী হওয়ার কারণ জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আআমস আরেফিন সিদ্দিক বলেন, গ-ইউনিটের প্রশ্নপত্রে একটি সেটে একটা প্রশ্ন কম ছিল। সে প্রশ্নের মান সবাইকে দেয়া হয়েছে। এছাড়া আরো কিছু বিষয় ছিল যেগুলো ম্যানুয়ালি চেক করতে হয়েছে। সে কারণে ফলপ্রকাশে একটু বেশি সময় লেগেছে।
পাশের হারের নিন্মগতির কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, এবারের পরীক্ষায় ইংরেজী বিষয়ে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হচ্ছে। যে কারণে পাশের হার কমে গেছে। বিষয়টি কিছুটা উদ্বেগজনক।
গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতিরোধে সবধরনের ব্যবস্থাগ্রহন করায় এবারের পরীক্ষায় কোন জালিয়াতি হয়নি। তবে প্রশ্নপত্রে ফন্ট জনিত যে সমস্যা ছিল সেটা দূরীকরণে আগামী বছর নতুন পদ্ধতি প্রয়োগের কথা চিন্তা করা হবে।
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ৪২ হাজার ১২৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০ হাজার ২৩৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ২২১জন উত্তীর্ণ হয়েছে। গ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২৫০টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে। পাশকৃত ১ থেকে ১৩০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।