খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মেডিকেলের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মেধার দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই ভর্তির সুযোগ পাবে।’
আজ শুক্রবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভর্তিচ্ছুদের আমি শুভেচ্ছা জানাই তারা যেন যোগ্যতার প্রমাণ দিয়ে মেডিকেলে ভর্তি হয়ে একজন ভালো চিকিৎসক হওয়ার মাধ্যেমে মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারে।
ভর্তি পরীক্ষা নিয়ে যেন কোন প্রশ্ন না থাকে সে জন্য বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এবার মোট পরীক্ষার্থী ৯০ হাজার ৪১৭ জন। মোট আসন ৯ হাজার ৪১৭। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ রয়েছে ৯৯টি। এর মধ্যে সরকারি ৩০টি, বেসরকারি ৬৯টি।