Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: বিশ্বজিৎ থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ লেখেন, বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছিল। আমাদের আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেফতার এড়াতে পারেনি।
বাংলাদেশে অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা অভিযোগ করেন, কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাকারীদেরই গ্রেফতার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র।
তিনি বলেন, আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি যারা মানুষের উপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থানে জড়িত।
আইনের শাসনের প্রতি জোর দিয়ে সজীব ওয়াজেদ বলেন, এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক -ক্ষমতাসীন দলের কোন সদস্য; বিরোধীদলের কোন সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।