খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছে, সরকারের ব্যর্থতা ও বিভিন্ন অন্যায়কে আশ্রয় দেয়ার কারণেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। ছাত্রলীগের আচরনের কারনেই বার বার ছাত্র রাজনীতি কলংকিত হয়েছে। তিনি বলেন, খাদিজা আকতারের উপর ছাত্রলীগ নেতার হামলা আদর্শহীন ও শুধুমাত্র ক্ষমতার রাজনীতির ফসল। রাজনৈতিক দলগুলো যখন নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ছাত্রদের হাতিয়ার হিসাবে ব্যবহৃত করে, তখন তথাকথিত ছাত্রনেতারা নিজেরদের ক্ষমতা অপব্যবহার করার সুযোগ পায়।
এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ শুক্রবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে “সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে” বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। জাতীয় ছাত্র কেন্দ্রে‘র সমন্বয়কারী এইচ.এম. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সমন্বয়কারী সোলায়মান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ন্যাপ সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, ছাত্র কেন্দ্রে‘র যুগ্ম সমন্বয়কারী স্বরজিৎ কুমার দ্বিপ, গোলাম মোস্তাকিন ভুইয়া, নির্বাহী সদস্য আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারদের হত্যা, নির্যাতন-নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস এখন নিত্যদিনের ঘটনা। তারই নির্মম বহিঃপ্রকাশ সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারকে নির্মমভাবে কুপিয়ে আহত করার মধ্যদিয়ে। এ ধরনের পৈশাচিক কর্মকান্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তিনি বলেছেন, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে দিন দিন খুন, গুম ও নৃশংস হামলা বাড়ছে। অপরাধীকে শাস্তি না দেওয়ায় এসব অপকর্মে উৎসাহিত হচ্ছে অপরাধীরা। সর্বশেষ সিলেটে কলেজ ছাত্রীকে সরকারি দলের নেতার কুপিয়ে জখমের ঘটনা তার বড় প্রমাণ। তিনি খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের সুস্থতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে এইচ.এম. মেহেদী হাসান বলেছেন, ক্ষমতার দাপটে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বর্তমানে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। ছাত্রলীগের লাগাতার সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনায় শিক্ষাঙ্গনসহ গোটা দেশই এখন মৃত্যুপুরী। খাদিজা বেগম নার্গিসকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অব্যাহত নৈরাজ্যের একটি খন্ড চিত্র মাত্র। তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় পেশিশক্তির জোরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্র-ছাত্রীরা সশস্ত্র ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন, খুন, ধর্ষণ ও সম্ভ্রমহানির শিকার হচ্ছে। তিনি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসের আশু সুস্থতা কামনা করেন।