খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৬৩ রানেই ৩ উইকেট ফেলে দিয়ে কোণঠাসা করে ফেলেছিল ইংল্যান্ডকে। এরপর দুই বেন- বেন স্টোকস আর বেন ডাকেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শুধু ঘুরে দাঁড়ানোই নয়, বিশাল স্কোরের ভিতও গড়েন দেন এই দু’জন। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ৮ উইকেটে ৩১০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিল সফরকারীরা।
বেন স্টোকস আর বেন ডাকেট- এই দু’জন মিলে গড়েন ১৫৩ রানের বিশাল জুটি। ৬০ বরে বেন ডাকেট আউট হলেও ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি গড়েন বেন স্টোকস। ৯৮ বলে সেঞ্চুরির পর ১০০ বলে ১০১ রান করে আউট হন তিনি। শেষ দিকে অধিনায়ক জস বাটলার এসে ঝড় তোলেন। ৩৮ বলে খেলেন ৬৩ রানের টর্নেডো ইনিংস।