খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটক আন্তঃজেলা ডাকাত ফুলবাড়ী উপজেলার বেত দিঘী ইউপির চৌরাইট গ্রামের মোঃ আকিম উদ্দিন এর পুত্র মোঃ শাহসুফি(৪৫) ও ঝাঝিরা গ্রামের মৃত আব্দুল জোব্বার এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম(৩৮)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় ফুলবাড়ী উপজেলার চৌরাইট গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ শাহসুফিকে আটক করা হয়। তার নামে ফুলবাড়ী ,দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
এছাড়া আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলার ঝাঝিরা গ্রামে অভিযান চালিয়ে ১০লিটার দেশীয় চোলাইমদ সহ ওই গ্রামের মৃত আব্দুল জোব্বারের পুত্র মোঃ শহিদুল ইসলামকে আটক করা হয়। এই ঘটনায় ফুলবাড়ী থানার এস আই এশরাকুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।