খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী রাজপাড়া গ্রামের ০৬নং ওয়ার্ডের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূ বিগ্রহ আশ্রমের ১ দশমিক ৬৮ শতক জমি ভূমিদস্যু হরেন্দ্রনাথ রায় সভাপতি দাবি করিয়া ডোমার থানায় ০১টি মিথ্যা মামলা দায়ের করেন। উক্ত থানার মামলাটি ও সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যা কোনভাবে বিশ্বাস যোগ্য নহে। প্রকাশ থাকে যে, উক্ত বাদী প্রচণ্ড মামলাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ডাঙ্গাবাজ বটে।
তিনি দীর্ঘদিন ধরে উক্ত মন্দিরের ১.৬৮ শতক জমি ভোগ-দখল করিয়া ও মহাপ্রভূ বিগ্রহ আশ্রম (হরি মন্দির) এর বিরোধীতা করিয়া আসিতেছেন। উক্ত মন্দিরের সভাপতি ডাঃ ধনরঞ্জন রায় (বাবলু) সাধারণ সম্পাদক হরি চন্দ্র রায়, পিতা- মৃত মঙ্গলু চন্দ্র রায় ও বুধা রাম পিত-মৃত চিলা রাম রায়। দীর্ঘদিন যাবৎ যাবতীয় পূজা অর্চনা ও নিত্যকর্ম করেন। এবং এই বিগ্রহের বিত্ব দ্বারা ও ভক্ত গণের অনুদানে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পরিচালনা করছে। হরেন্দ্র নাথ রায় (গরু চোর), পিতা- মৃত থেল্লা রাম বর্মন দীর্ঘদিন থেকে এলাকার নিরীহ মানুষের ওপর মিথ্যা মামলা করে আসছে। হরেন্দ্র নাথ রায় (গরু চোর) ১, ০৩/০৭/২০১৩ ইং নীলফামারী নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে নং-১৭০/১৩ উক্ত মামলাটি করেন। যা খারিজ হয় ১৪/০৫/২০১৪ ইং তারিখে । ২ -০৩/০৯/২০১৩ইং তারিখে নীলফামারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬৯/১৩ মামলা করেন। এবং মামলা টি ২১/১০/২০১৩ ইং তারিখে খারিজ হলে পুনরায় ২৬/০৯/২০১৩ ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল আদালতে ৬৯/১৩ মামলা করেন।
উক্ত মামলাটি ২৮/০৮/২০১৪ ইং তারিখে খারিজ হয়। ৪,২৮/০৫/২০১৪ ইং তারিখে সহকারী জজ আদালতে ৫১/১৩ বিত্বনালিশি মন্দিরের নিষেধাজ্ঞা মামলা মোকদ্দমা দায়ের করিলে উক্ত মামলা ২৭/০৪/২০১৫ ইং তারিখে খারিজ হয়। উক্ত বাদীগণ সম্পূর্ণ রূপে মামলায় ব্যর্থ হওয়ায় তারা মরিয়া হয়ে ওঠেন। এবং ইহার জের ধরিয়া গত ১৩/০৯/২০১৬ ইং তারিখে ডোমার থানায় ০১টি মামলা করেন। এমতবস্থায় উক্ত মন্দিরে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা পরিচালনায় ব্যঘাত সৃষ্টি করেন।