শহরসহ রাঙ্গামাটি জেলায় মোট ৪০ পূজামন্ডপে শুরু হয়েছে হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। উৎসবটি ঘিরে শহরসহ রাঙ্গামাটি জেলাব্যাপী বিরাজ করছে উৎসবের আমেজ। শুক্রবার সকালে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ, বিকালে পূজা-অর্চনা ও সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস পালনসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে শহরসহ জেলার সবকটি মন্ডপে পালিত হয়েছে মহাষষ্ঠী। শনিবার অনুষ্ঠিত হবে মহাসপ্তমী পূজা। সংশ্লিষ্ট মন্ডপের দায়িত্বশীলরা এসব তথ্য জানান।
মন্ডপগুলোর মধ্যে রয়েছে রাঙ্গামাটি সদরে ১৪, কাপ্তাইয়ে ৭, রাজস্থলীতে ৩, কাউখালীতে ৪, নানিয়ারচরে ২, জুরাছড়িতে ১, বিলাইছড়িতে ১, বাঘাইছড়িতে ৪, লংগদুতে ২ এবং বরকলে ২টি।
শহরের কাঠালতলী কালী মন্দির, গর্জনতলী কালী মন্দির, তবলছড়ির কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপে পূজা-অর্চনার পাশাপাশি আয়োজন করা হয়েছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, অঞ্জলি, প্রসাদ বিতরণ, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, রক্তদানসহ নানা কর্মসূচি।
এদিকে উৎসবটিকে শান্তিপূর্ণভাবে উডযাপন করতে প্রতিটি মন্ডপে জোরদার করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার। জেলা ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, আইনশৃংখলা রক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে জানান, শহরসহ রাঙ্গামাটি জেলার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপে সব ধর্ম, বর্ণ, স¤প্রদায়ের মানুষ শৃংখলাপূর্ণ ও উন্মুক্ত পরিবেশে যাতায়াত করতে পারবেন।