Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬:জামালপুরের সরিষাবাড়ীতে ৪২টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বেল পূজার মধ্যে দিয়ে দুর্গোৎসব পালন শুরু হয়। আসন্ন দুর্গা পূজায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকল প্রকার প্রস্তুতি হাতে নিয়েছে স্থাণীয় প্রশাসন। এর পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সরিষাবাড়ী উপজেলা শাখা যথেষ্ট তৎপর রয়েছে। জানা যায়, উপজেলায় মোট ৪২টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তন্মধ্যে সরিষাবাড়ী পৌরসভায় সর্বাধিক সংখ্যক ২০টি মন্ডপে দুর্গোৎসব উৎযাপিত হচ্ছে । এ ছাড়া ইউনিয়নগুলোর মধ্যে পোগলদিঘায় ১টি, ডোয়াইলে ১০টি, আওনায় ২টি, পিংনায় ৫টি, ভাটারায় ২টি, কামরাবাদে ১টি ও মহাদানে ১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে সাতপোয়া ইউনিয়নে কোন মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে না। ইতিমধ্যে প্রতিটি মন্ডপের কাজ সমাপ্ত হয়েছে । এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক সনজিৎ প্রসাদ সাহা (জগ) জানান, পূজা মন্ডপগুলো তদারকির জন্য উপজেলা প্রশাসন একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে। নিরাপত্তার জন্য পূজা মন্ডপগুলোতে পুলিশও থাকবে। এ ছাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডপেই পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি ইউপি পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে। পরিষদের সভাপতি নিখিল চন্দ্র পালের সার্বিক তত্বাবধানে পূজা মন্ডপগুলোতে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষাসহ নজরদারি করা হচ্ছে। তিনি আশা করছেন- কোন রকমের ঝামেলা ছাড়াই আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়েই এবারের দুর্গোৎসব কাজ সমাপ্ত হবে।
এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, নিরাপত্তার মধ্যদিয়ে সর্বজনীন দুর্গোৎসব উদযাপিত হবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। নিরাপত্তার জন্য পূজা মন্ডপগুলোতে পুলিশ থাকবে।