Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
109467_4214
খোলা বাজার২৪,শনিবার,০৮ অক্টোবর, ২০১৬:  রামপাল বিষয়ে ভুল তথ্য প্রচার বন্ধে সরকারের প্রতি দাবি জানিয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সকল বিশেষজ্ঞদের মতামত হচ্ছে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। এজন্য সুন্দরবন বাঁচানো একটি নিরীহ দাবি ছাড়া আমাদের আর কোন দাবী নেই।
তিনি বলেন সুন্দরবন রক্ষা প্রশ্নে সরকার এখন পর্যন্ত কেনো সহযোগিতা মুলক মনোভাব দেখাচ্ছে না কেনো ? এটাই আমাদের প্রশ্ন। কার স্বার্থ এখানে জড়িত?শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞবৃন্দের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সুলতানা কামাল প্রধানমন্ত্রীর প্রতি রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে সরকারের পক্ষ থেকে সকল ভুল তথ্য ভিত্তিক প্রচার বন্ধের দাবি জানান।

এর পাশাপাশি তিনি আর্ন্তজাতিক নিরপেক্ষ বিশেষজ্ঞদের প্রদত্ত মতামত বিবেচনা ও গ্রহন এবং বাংলাদেশের আপামর জনগণের দাবি মেনে নিতে বলেন। তিনি সর্বোতভাবে সুন্দরবন ও দেশের সার্বিক পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্বক ক্ষতিকর রামপাল প্রকল্প অবিলম্বে বাতিল করার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন- সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক এম এম আকাশ, ডাঃ মোঃ আব্দুল মতিন ও জনাব শরীফ জামিলস প্রমুখ।