Mon. Oct 20th, 2025
Advertisements
31_b11-large
খোলা বাজার২৪,শনিবার,০৮ অক্টোবর, ২০১৬: চলতি বছরের আগস্ট মাসে সিনেম্যাক্স ৩ নামের একটি ফোন উন্মোচন করে হ্যান্ডসেট নির্মাতা জেন। ডিভাইসটি জনপ্রিয়তা পাওয়ায় এবার সিনেম্যাক্স ফোর্স নামে আরেকটি ফোন এনেছে প্রতিষ্ঠানটি।
একে ‘বাজেট স্মার্টফোন’ হিসেবে বাজারে আনতে যাচ্ছে জেন, বাংলাদেশি মুদ্রায় যার দাম পরবে প্রায় ৫ হাজার টাকা।
বেশ কিছু ভালো ফিচার থাকছে এই ফোনে। যেমন- ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। প্রসেসর হিসেবে থাকছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর।
৮ জিবি ইন্টারনাল মেমরি সমৃদ্ধ এই ফোনে পাওয়া যাবে এক জিবি র্যা ম, সঙ্গে থাকবে ৩২ জিবি এক্সটার্নাল মেমরি ব্যবহারের সুবিধাও।
এছাড়া এতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল, মোবাইলটি ফোরজি সাপোর্ট করবে এবং ২৯০০ এমএএইচ ব্যাটারি ব্যাক আপ থাকবে।