Mon. Oct 20th, 2025
Advertisements

45খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: ব্যক্তিগত তথ্য অনলাইনে নিরাপদ রাখা বেশ কঠিন। যে কোনো সময়ই তা ফাঁস হয়ে যেতে পারে। তাই এ ক্ষেত্রে সচেতনতার কোন বিকল্প নেই। কিছুদিন আগে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেইসবুক। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ারের ঘোষণা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

তবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার বন্ধও রাখতে পারবেন।
এ জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে হবে। পরে ওপরের ডান পাশের ংবঃঃরহমং-এ ক্লিক করতে হবে। সেখান থেকে ধপপড়ঁহঃ অপশনে যেয়ে ংযধৎব সু ধপপড়ঁহঃ রহভড় ধহফ ঁহপযবপশ ঃযব নড়ী থেকে অমৎবব বাটনে ক্লিক করতে হবে।
প্রক্রিয়াটি শেষ হওয়ার পর থেকে আপনার তথ্য আর ফেসবুকে শেয়ার হবে না।