গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৮ অক্টোবর) ভোররাতে ওই অভিযান শুরু হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
র্যাব সদস্যরা ওই একতলা ভবনটি ঘিরে রেখেছে। ওই বাড়ির মালিকের নাম আতাউর রহমান। তিনি ঢাকায় থাকেন।
অভিযানের র্যাবের সঙ্গে বেশ কয়েকজন পুলিশও আছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।