খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: বরগুনায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মোসা. রাজিয়া (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। শুক্রবার (০৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার পাঁচ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
কদমতলা গ্রামের রাজা সিকদারের মেয়ে রাজিয়া। সে পুরাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রাজিয়ার সাথে আমতলী উপজেলার আলাউদ্দিন আকনের ছেলে মিরাজের (৩০) সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে বিয়ে বাড়িতে গিয়ে আয়োজন বন্ধ করে দেয়।
এ বিষয়ে বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই বর পক্ষ পালিয়ে যায়।