Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: নরসিংদীর মাধবদীতে বহুল আলোচিত শিশু সোহাগী অপহরণের ২ বছর। ২০১৪ সালে ৪ শনিবার অক্টোবর মাধবদীর মনোহরপুর এলাকা থেকে ৪ বছরের শিশু শ্রাবন্তী আক্তার সোহাগী অপহৃত হয়। এর ২ বছর পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি সোহাগীর। মেয়েটির পরিবার হত দরিদ্র হওয়ায় প্রশাসনের নেই কোন তৎপরতা।
এব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি অপহরণ মামলা রয়েছে। যার নং ১৫। তাং ০৮/১০/১৪ইং ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সংশোধনী/০৩ এর ৭/৩০। শিশুটির বাবা আজিজুল হক বাদী হয়ে মামলাটি করেন।
সরেজমিনে সোহাগীদের বাড়িতে গেলে শিশুটির মা/বাবা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, অপহরণকারীদের চিহ্নিত করে দেয়া হয়েছে ও আমরা বারবার পুলিশের শরণাপন্ন হচ্ছি ২ বছরেও আদরের ধনের সন্ধান মেলেনি, জানিনা সে কেমন আছে, বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে!! আমরা মেয়েকে ফিরে পেতে সরকারের সহযোগীতা কামনা করছি।
আরো জানাযায়, ২০১৪ সালে এ খবরটি দেশী-বিদেশী গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হলে মাঠে নামে পুলিশ। প্রায় ৩ মাস পর নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহযোগীতায় সিএমপি পুলিশ অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোনটিসহ চট্টগ্রাম থেকে ১ ব্যক্তিকে আটক করলেও হদিস বের করতে পারেনি শিশুটির। এর ১ সপ্তাহ পর জামিনে ছাড়া পেয়ে যায় আটককৃত ব্যক্তি। এরপর থেকে অপহৃত শিশুটি উদ্ধারে পুলিশের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
সম্প্রতি এব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা প্রধান আপেল মাহমুদ জানান, তারা অপহরণকারীর ব্যবহৃত মোবাইল ফোন সহ ১ ব্যক্তিকে আটক করেছিলেন কিন্তু পরবর্তীতে মামলাটির আই,ও মাধবদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালামের বদলীর কারনে এর আর কোন অগ্রগতি হয়নি।
এদিকে মাধবদী থানায় আবুল কালাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা) তদন্ত ওসি হিসেবে করেন পুণরায় যোগদান করেন। এ অপহরণ মামলার বিষয়ে তিনি বলেন সোহাগী অপহরণের মামলাটি ডিবি পুলিশের কাছে রয়েছে।
এ বিষয়ে নরসিংদী ডিবির ওসি সাইদুর রহমান বলেন, নরসিংদী মডেল থানার ২০১৪ সালের শিশু সোহাগী অপহরণের মামলাটির তৎপরাতা চলছে।
উল্লেখ্য, গত বছর ৪ অক্টোবর নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরপুর এলাকা থেকে রিক্সা চালক আজিজুল ইসলামের প্রতিবেশী ভাড়াটিয়া লাল চাঁন তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম কর্তৃক শিশু সোহাগী (৪) অপহৃত হয়।