Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14520343_974695309325112_658374496488194026_nখোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল কর্তৃক প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি কামরুল ইসলাম সুরুজ ও সাধারন সম্পাদক সালমান খান।
আজ (শনিবার) বাংলাদেশ ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ ক্যাডারদেও হত্যা, নির্যাতন-নিপীড়ন, চাদাঁবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রা এখন নিত্যদিনের ঘটনা। তারই নির্মম বহিঃপ্রকাশ সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নির্মম ভাবে কুপিয়ে আহত করার মধ্যদিয়ে। এধরনের পৈচাশিক কর্মকান্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে দিনদিন খুন, গুম ও নৃশংস হামলা জ্যামিতিক হারে বাড়ছে। অপরাধীকে শাস্তি না দেওয়ায় এসব অপকর্মে ছাত্রলীগ নামক জঙ্গিগোষ্টী উৎসাহিত হচ্ছে।
নেতৃদ্বয় অবিরম্বে দ্রুতবিচার ট্রাইবুন্যানে খাদিজার হামলাকারীকে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানিয়ে বলেন, দেশের অব্যাহত গুম, খুন, হত্যা নির্যাতন বন্ধ না হলে ৫২ চেতনায় দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে নামতে বাধ্য হবে।