Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আহত তিন নারী জঙ্গিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন তিন নারী জঙ্গি খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট পরিয়ে নিয়ে যান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
গত ১০ সেপ্টেম্বর পুলিশের অভিযানে আহত হওয়ার পর থেকে ঢামেক হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন ছিলেন এই তিন নারী।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, চিকিৎসা শেষে তিন নারী জঙ্গিকে নিয়ে গেছেন সিটিটিসি ইউনিটের সদস্যরা। সম্ভবত জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডিবির কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে পিলখানা রোডের ২০৯/৫ নম্বর বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে ওই বাড়ি থেকে শমসেদ নামের এক জঙ্গির লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ১২ বছরের এক ছেলেশিশু এবং আরো দুটি মেয়েশিশুকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়।
অভিযানে তিন নারী খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় হওয়া মামলায় এই তিন নারীকে আসামি করা হয়েছে। এ ছাড়া নিহত ‘জঙ্গি’ আবদুল করিম ওরফে শামসেদ হোসেন ও ১২ বছরের ছেলেটিকেও আসামি করা হয়।