খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে দু:স্থ মহিলাদের মাঝে অনিয়ম ও দূর্ণীতি মুক্ত করে স্বচ্ছতার ভিত্তিতে ইউনিয়ন বাসীর উপস্থিতিতে ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নের পদক্ষেপ হিসেবে ১ নং ওয়ার্ড ভালুকা ও ফুলহারি গ্রামের তালিকা প্রস্তুত করেন। ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সার উদ্দ্যোগ হলো নলকুড়া ইউনিয়ন থেকে দরিদ্রা দূর করে স্বচ্ছলতা আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামীতে ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন আওতায় চেষ্টা অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, নলকুড়া ইউনিয়ন পরিষদের সকল কাজ তিনি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন। আজ ৮ অক্টোবর শনিবার নলকুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নের জন্য ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত কালে ইউনিয়নের বাসিন্দারে উপস্থিতিতে উক্ত কার্ডের তালিকা প্রস্তুতির শুভ উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা সাবেক ইউপি সদস্য হাবিব মোহাম্মদ সিদ্দিক, যুবলীগ নেতা মো. বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আহম্মদ বর্তমান ইউপি সদস্যসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারনের মতামতের ভিত্তিতে ১নং ওয়ার্ডের ভালুকা ও ফুলহারী গ্রামের ২৫ জন হতদরিদ্র মহিলাদের খসড়া তালিকা উন্মুক্ত ভাবে প্রণয়ন করা হয়। নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, এবার নলকুড়া ইউনিয়নে ২শ ৮৭জন হতদরিদ্র মহিলারা এ ভিজিডি কার্ডের সহায়তা পাবে। প্রকাশ থাকে যে, নলকুড়া ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডেই স্বচ্ছতার ভিত্তিতে উপকারভোগীদের নামের তালিকা প্রণয়ন করা হবে। কিন্তু ঝিনাইগাতী উপজেলার আরও ৬টি ইউনিয়নে গোপনে তালিকা প্রস্তুতির কাজ চলছে। এই ভাবে গোপনে ভিজিডি কার্ডের তালিকা করায় বহু অনিয়ম হওয়ার অভিযোগ রয়েছে। তাই এলাকাবাসীর দাবী নলকুড়া ইউনিয়নের মতো বাকী ৬টি ইউনিয়নে যাতে ভিজিডি কার্ডের তালিকাগুলি উন্মুক্ত ভাবে প্রস্তুত করা হয়।