Mon. Oct 20th, 2025
Advertisements

66খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। শনিবার বিকালে তিনি উপজেলার বিভিন্ন পুজামন্ডপে যান ঘুরে দেখেন এবং পূজারী ও ভক্তবৃন্দের সাথে কলা বলে খোজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের সাধারণ সম্পাদক ননী গোপাল, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন মহিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, পূর্ব পাগলা ইউপি আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাসেম চৌধুরী,উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউপি সদস্য মকবুল হোসেন, আলী আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান। পরিদর্শনকৃত পূজামন্ডপ গুলো পঞ্চগ্রাম সার্বজনীন পূজামন্ডপ, তেঘরিয়া, সনাতন সংঘ সার্বজনীন পূজামন্ডপ পাগলা, ত্রিনয়ী পূজামন্ডপ পালপাড়া শক্রুমর্দন পাগল, পঞ্চপাড়া অর্নিবান পূজামন্ডপ পূর্বপাড়া শক্রুমর্দন পাগলা, মৌগাঁও সনাতন সংঘ সার্বজনীন পূজামন্ডপ মৌগা, অষ্টগ্রাম সার্বজনীন পূজামন্ডপ জয়কলস কালী মন্দি, লোকনাথ সার্বজনীন পূজামন্ডপ ব্রাম্মনগাঁও পাগল, বাবনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, সৈয়দপুর যুব সংঘ সার্বজনীন পূজা মন্ডপ সৈয়দপুর, ব্রাম্মনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ ব্রাম্মনগাঁও পাগল, পূর্ব পাগলা শ্রী শ্রী গীতা সংঘ পূজা সার্বজনীন মন্ডপ দামোধরতপী।