Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

002_197716

খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: গাজীপুরের পাতারটেক, হাড়িনাল ও টাঙ্গাইলের কাগমারায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১১ জন নিহত হয়েছেন। নিহত সবাই জঙ্গি বলে আ

ইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। নিহত তিনজন বাদে বাকিদের পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক তিন স্থানে অভিযান চালায় পুলিশ, র‌্যাব, সোয়াত। অভিযানে টাঙ্গাইলে দুইজন, গাজীপুরের পাতারটেকে সাতজন ও হাড়িনালে দুইজন নিহত হন। হাড়িনাল এলাকার লেবু বাগানে নিহত দুইজন হলেন নরসিংদীর রাজেদুল ও তওহিদুল ইসলাম।

গাজীপুরের পাতারটেকে নিহত একজনের পরিচয় জানতে পেরেছে র‌্যাব। তিনি হলেন নব্য জেএমবির ঢাকা অঞ্চলের সমন্বয়ক আকাশ। র‍্যাব হেড কোয়ার্টারের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

গাজীপুর ডি‌বি পুলিশের ওসি মো. আমীর হো‌সেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে হাড়িনাল এলাকার লেবু বাগানের ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ। শনিবার সকালের দিকে সেখানে অভিযান শুরু হয়। জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া পাতারটেকের বাড়িটিতে শনিবার সকাল সোয়া ১০টার দিকে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দোতলা ওই বাড়িটির মালিক সোলাইমান হোসেন নামে এক প্রবাসী।

তবে ওসমান আলী নামক এক ব্যক্তি ওই বাড়িটির দেখাশোনা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বিকেল ৩টার দিকে সোয়াতের একটি টিম সেখানে আবারো অভিযান চালায়। তাদের অভিযানে ৭ জঙ্গি নিহত হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওই বাসাতে সাতজনই ছিলেন বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, ‘যৌথ অভিযানে পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছিল। তাদের আত্মসমর্পণ করার জন্য বলেছিল। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। ফলে আমাদের পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত, র‌্যাব যৌথভাবে আক্রমণ পরিচালনা করে।’

তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ১৩টি গ্রেনেড বিস্ফোরণ হতে দেখেছে। আমাদের বাহিনী জীবনবাজি রেখে দেশের মায়ায় জঙ্গি দমনে কাজ করছে। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের চেষ্টা করা হয়। কিন্তু ফায়ার সার্ভিসের টিম পরিস্থিতি সামাল দিয়েছে।’

এদিকে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামে আজহার মাস্টারের মালিকানাধীন বাসায় র‍্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব- ১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দুই জঙ্গি নিহত হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায়। জঙ্গিরা তাদের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালায়। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়।’

বাড়ির মালিক আজহার মাস্টার জানান, জঙ্গিরা ছাত্র পরিচয় এই বাসা ভাড়া নেয়। প্রাথমিকভাবে তারা বায়োডাটা না দিয়ে ৭ দিনের সময় চায়। আজ (শনিবার) তাদের বায়োডাটা দেওয়ার কথা ছিল।