Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: কাসিমপুর কারাগারে দিন দিন অসুস্থ্য হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার ডায়াবেটিকস বেড়ে গেছে। পেটের পীড়াসহ নানা অসুখে ভালো নেই তিনি। সম্প্রতি কাসিমপুর কারাগারে রিজভীর সঙ্গে দেখা করেন তার স্ত্রী আরজুমান আরা বেগম।

শনিবার তিনি বলেন, কারাগারে যথাযথ চিকিৎসাসেবা না পেয়ে রিজভী আহমেদ দিন দিন গুরুতর অসুস্থ্য হয়ে পড়ছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া উচিত।

পরিবারের সদস্যরা জানান, নব্বইয়ের গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে রিজভী আহমেদ এর অন্ত্রনালী ছিদ্র হয়ে যায়। সার্জারি করার পরও প্রায়শই সেখানে এক ধরনের ব্লক তৈরি হয়। এতে তার গুরুতর পেটের পীড়া দেখা দেয়। তখন তিনি কিছুই খেতে পারেন না। অনবরত বমি করতে থাকেন। কারাগারে যাওয়ার পর চিকিৎসকের পরামর্শমতো খেতে না পারায় তার এ সমস্যা আরও প্রকট হয়েছে।

গত ১৮ আগষ্ট কয়েকটি মামলায় নিম্ম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন রিজভী আহমেদ। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাসিমপুর কারাগারে আছেন।

উচ্চ আদালত তার পাঁচটি মামলায় জামিন বহাল রাখে। তবে একটি মামলায় জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না বলে তার আইনজীবী জানান।

এর আগে বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় বারিধারা থেকে গ্রেফতার হন রিজভী আহমেদ। ওইসময় তাকে টানা এক মাস রিমান্ডে নেয়া হয়। প্রায় দশ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।