Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1458787956

খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: প্রথম ওয়ানডে ম্যাচে জ্যাক বলের অসাধারণ বোলিং, বেন স্টোকসের সেঞ্চুরি কিংবা প্রথমবার জস বাটলারের সফল নেতৃত্ব- সবকিছুরই প্রশংসা করছে ইংলিশ গণমাধ্যম। কিন্তু সেগুলো ছাপিয়ে সেখানে উঠে আসছে প্রায় জিতে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশের পরাজয়ের প্রসঙ্গটি। ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ’সহ আরো বেশ কয়েকটি ব্রিটিশ দৈনিক টাইগারদের এই হারকে ‘অসম্ভব ঘটনা’ হিসেবেই বর্ণনা করেছে।

শুক্রবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩১০ রানের লক্ষ্য পেয়েছিল স্বাগতিকরা। প্রথম দিকে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় মনে হলেও ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ইংলিশদের পরাজয়টা প্রায় নিশ্চিতই হয়ে যাচ্ছিল! সাকিব ৭৯ রানে ফিরে যাওয়ার পরেও বেশ ভালোভাবেই চালকের আসনে ছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২১ রানের পরাজয় বরণ করতে হয় মাশরাফি বিন মুর্তজার দলকে। যে কারণে ইংলিশ গণমাধ্যমগুলো বিস্ময় প্রকাশ করেছে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে খেলার চেয়ে মূল আলোচনা হচ্ছিল নিরাপত্তা পরিস্থিতি নিয়েই। দেশী-বিদেশী সংবাদকর্মীদের নজর ছিল সেদিকেই। কিন্তু শুক্রবারের ম্যাচের নাটকীয়তা পাল্টে দেয় দৃশ্যপট। গার্ডিয়ান বলছে, সিরিজের প্রথম ম্যাচটা এমনই হওয়া দরকার ছিল। এর কারণেই নিরাপত্তা প্রসঙ্গটি একপাশে সরিয়ে রেখে আর দশটা ক্রিকেট আয়োজনের মতোই সবাই আবারো মেতে উঠেছে ব্যাট-বলের আলোচনায়।

শুক্রবার ম্যাচের প্রতিটি মুহূর্তে গ্যালারি থেকে ভেসে এসেছে দর্শকদের সমর্থন-চিৎকার। তবে শেষের দিকে সব নিস্তব্ধ হয়ে আসে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাজারের হট্টগোল থেকে মিরপুরে নেমে আসে লাইব্রেরির নিস্তব্ধতা। আর সেটা কেনইবা হবে না। এদিন বাংলাদেশ এমনভাবে পরাজিত হলো যেটা খোদ প্রতিপক্ষেরও মেনে নিতে সমস্যা হচ্ছে!