Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

photo-1476003518

খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: রাজধানীর মগবাজার ফ্লাইওভারে বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুর থেকে গুলিস্তান যাওয়ার পথে গাজীপুর পরিবহনের একটি বাস মগবাজার ফ্লাইওভারে উল্টে পড়ে। এ সময় বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিল। ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে রাসেল ও জহুরুল নামে দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস কর্মীরা বাসটিকে সরানোর চেষ্টা করছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূলত ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছে।’