খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: মোহাম্মদপুর থানার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা সিএমএম আদালত এই নির্দেশ দেন।
এর আগে সকালে নাশকতার ৪১ মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন হাবিব-উন নবী খান সোহেল।
সেসময় সোহেলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া জানান, নাশকতার ৪১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। ওই জামিন আবেদনের ওপর আজই শুনানির কথা রয়েছে।
তার আগে সকালে হাবিব-উন নবী খান সোহেলের আত্মসমর্পণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।